বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এশিয়াতেও এর বিরূপ প্রভাব পড়ছে ব্যাপকভাবে। অত্যধিক উষ্ণতায় হিমালয়ে বরফ গলে যাওয়া, মেঘ ভাঙন কিংবা আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে ঝড়-বৃষ্টি দেখা যাচ্ছে এই মহাদেশেও। বিশেষ করে চলতি বছর ভারত-পাকিস্তানে মেঘ ভাঙা অতিবৃষ্টি, বন্যা ও ভূমি ধস ভয়াবহ রকমের ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে।
এবার চীনের সাংহাইতেও রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। ৩০ আগস্ট দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, অঞ্চলটিতে টানা ২৫ দিন ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়, যা গত ৯৯ বছরের রেকর্ড ভেঙেছে।
১৯২৬ সালের ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ছিল। সেই ২৪ দিনের টানা তাপমাত্রার রেকর্ড ভেঙে ফেলেছে চীনের বর্তমান আবহাওয়া পরিস্থিতি।
পৌর আবহাওয়া ব্যুরোর বরাত দিয়ে গ্লোবাল টাইমস জানায়, এটি ৯৯ বছর আগে ১৯২৬ সালে স্থাপন করা রেকর্ড ভেঙেছে, যখন ২২ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত শহরটিতে টানা ২৪ দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।
চীনের কেন্দ্রীয় উপকূলে অবস্থিত সাংহাই দেশের বৃহত্তম শহর এবং আর্থিক কেন্দ্র। গত জুলাই মাসে অনেক অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাওয়ার পর ৭৫৪টি প্রদেশ, শহর এবং কাউন্টির জন্য উচ্চ তাপ সতর্কতা জারি করে বেইজিং।
অন্যদিকে, সবচেয়ে জনবহুল অঞ্চল পূর্ব চীনের বেশিরভাগ অংশ, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের (৯৫ ডিগ্রি ফারেনহাইট) ব্যাপক তাপ অনুভব করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। চলতি বছর দেশটিতে কয়েকটি বন্যা ও টাইফুনের মতো প্রাকৃতিক দুর্যোগও দেখা দেয়। এতে নিহত হন কয়েক ডজন মানুষ। সূত্র: আনাদোলু এজেন্সি
বাংলা৭১নিউজ/এসএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025