২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের আবেদন শুরু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ধাপের আবেদন গ্রহণ চলবে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এরপর আর আবেদন গ্রহণ করা হবে কি না, তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তাই শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
রবিবার একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী শেষ ধাপের অনলাইন আবেদন শুরু হয়েছে ৩১ আগস্ট সকাল ৯টা থেকে, যা চলবে ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে গত ২৮ আগস্ট রাতে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, আবেদন করেও ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি। তাদের মধ্যে এক হাজার ৪১৮ জন এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত। এর আগে ২০ আগস্ট প্রকাশিত প্রথম ধাপের ফলে কলেজ পাননি ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী, যাদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছিল ৫ হাজার ৭৬৫ জন।
ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপে আবেদন করা মোট শিক্ষার্থীর ৯৯ শতাংশ কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মাত্র ১ শতাংশ শিক্ষার্থী এখনো কলেজ পাননি। দেশের বৈধ কলেজগুলোর ৯৫ শতাংশেই শিক্ষার্থী ভর্তি হয়েছে, তবে বাকি ৫ শতাংশ কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এছাড়া প্রথম ধাপ শেষে মাইগ্রেশনে ৪৪ শতাংশ শিক্ষার্থী নতুন কলেজে স্থান পেলেও ৫৬ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশন প্রক্রিয়ায় সফল হননি।
ভর্তি নীতিমালা অনুযায়ী এবারও তিন ধাপে আবেদন গ্রহণ শেষ হবে। নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া চলবে আগামী ৭-১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর পরের দিন ১৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
বাংলা৭১নিউজ/এসএকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025