প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ১:৫১ পি.এম
আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহি আটক
বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে বহুল আলোচিত টিকটকার মাহিয়া মাহি আটক করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে নগরীর পোর্ট রোড এলাকার ‘হোটেল রোদেলা’ থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে আটক করে। তার সঙ্গে আরো দুজনকে (এক পুরুষ ও নারী) আটক করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “হোটেল রোদেলা থেকে দুই তরুণী ও একজন যুবককে থানায় নেওয়া হয়েছে।
যেহেতু তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছে, তাই তাদের যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো বৈধ নথি দেখাতে না পারায় জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।”পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশাল মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। হোটেল রোদেলার একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করছিলেন তারা।
মাহিয়া মাহিকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে হোটেলের সামনে তাদের ভিডও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাহি ও আটক তরুণ-তরুণী।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025