দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে বড় বিস্ফোরণ ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৬ এপ্রিল) এই বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ২৮১ জন আহত হয়েছেন এবং তাদের প্রদেশের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হরমোজগান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানিয়েছেন, সেখানে একটি দল পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে।
ইরানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণটি সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটে, যা বন্দর ও ম্যারিটাইম অরগানাইজেশনের সঙ্গে সম্পর্কিত।
বাংলা৭১নিউজ/এসএন
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025