চ্যালেঞ্জিং পরিবেশ মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারা সম্মত হয়েছেন।
শনিবার দেশ দু’টির নেতারা টোকিওতে সাক্ষাতের পর এ ঘোষণা দেন।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বিংশ শতাব্দীতে কোরীয় উপদ্বীপে জাপানের দশকব্যাপী দখলদারিত্বের সময় ভূখণ্ড নিয়ে বিরোধ এবং জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানোয় দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে।
তবে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় পুরোনো অভিযোগগুলো একপাশে রেখে দেশ দু’টির মধ্যে গত কয়েক বছরে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে।
বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা যৌথ বিবৃতিতে বলেন, ‘উভয় দেশের চারপাশে ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিবেশ মোকাবিলায় জাপান ও দক্ষিণ কোরিয়া সম্পর্ক এবং টোকিও, সিউল ও ওয়াশিংটনের মধ্যে সহযোগিতার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।’
১৯৬৫ সালের পর এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনো প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সফরের জন্য জাপানকে বেছে নিলেন। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, আমি বিশ্বাস করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। আমরা দক্ষিণ কোরিয়া-জাপান সম্পর্ককে কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি-এই সফরের মাধ্যমে তা প্রকাশ পেয়েছে।
দুই নেতা প্রতিরক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা এবং নিম্ন জন্মহারের মতো সামাজিক সমস্যাগুলোর ব্যাপারে বৈঠকে আলোচনা করেছেন।
সূত্র : এএফপি ও রয়টার্স।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025