চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মালবাহী পিকআপভ্যান উল্টে যায়। এতে জাকিয়া ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শিশুটির মা-বাবাসহ আরও সাতজন আহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট সংলগ্ন ইউনিটেক্স স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিহত শিশুর বাবা জামাল উদ্দিন (৩৮) ও মা লাইজু বেগম (৩০), মো. ফয়সাল (১৪), সেলিনা বেগম (৬০), রিমা আক্তার (২৮), সুমাইয়া আক্তার (৫) এবং মো. রায়হান (২৪)। এদের মধ্যে রায়হান পিকআপ চালক। এছাড়া বাকিরা সবাই একে অপরের নিকটাত্মীয়।
হাইওয়ে পুলিশ জানায়, জামাল উদ্দিনের বাড়ি ভোলা জেলায়। তিনি ঢাকার আশুলিয়ায় এলাকায় থাকতেন। সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে পরিবার ও মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন তিনি। তাদের বহনকারী পিকআপটি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, আহতরা বর্তমানে চমেকে চিকিৎসাধীন আছেন। নিহত শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/একেএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025