দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং মূল্য বৃদ্ধির লাগাম টানতে সরকার আমদানির অনুমতি দেওয়ায় চার মাস পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানিকারকদের দাবি, এর ফলে বাজারে চালের দাম কমে আসবে। তবে শুল্ক সুবিধা না থাকায় ব্যাপক পরিসরে আমদানির সম্ভাবনা কম বলেও জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ভারতীয় ৯টি ট্রাকে মোট ৩১৫ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
বেনাপোলের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজী মূসা করিম অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, ‘গত মঙ্গলবার থেকে ভারতীয় ৯টি ট্রাকে বোঝাই ৩১৫ মেট্রিক টন মোটা চাল ভারতের পেট্রাপোল বন্দরে অপেক্ষমাণ ছিল।
আজ (বৃহস্পতিবার) সেগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এছাড়া আরও চালবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কাস্টমসে বিল অব এন্ট্রি জমা দিয়ে ছাড়করণ প্রক্রিয়া চলমান রয়েছে।’
তিনি আরও জানান, ‘বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে খাদ্য মন্ত্রণালয় বেসরকারি পর্যায়ে আমদানির অনুমতি দিতে ব্যবসায়ীদের কাছে আবেদন আহ্বান করে। গত ২৩ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত আবেদন করার সময়সীমা ছিল। সেই সময় বেনাপোলের আমদানিকারকরা আবেদন করেন এবং অনেকে অনুমতিপত্র (আইপি) পাওয়ার পর এলসি (LC) খুলেছেন।
সেই আমদানির আওতায় বৃহস্পতিবার চাল এসেছে। আগামী রবিবার থেকে আমদানি আরও বাড়বে বলে আশা করছি। এতে বাজারে চালের দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত কমে আসবে। ভালো মানের চিকন চাল ৬৭ থেকে ৭০ টাকা এবং স্বর্ণা জাতের চাল ৫০ থেকে ৫২ টাকার মধ্যে পাওয়া যাবে।’
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, ‘চার মাস পর বৃহস্পতিবার থেকে আবারও ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। শুরুতেই ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল এসেছে। আরও ট্রাক পেট্রাপোল বন্দরে অপেক্ষমাণ রয়েছে।’
বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ‘চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল। এরপর বৃহস্পতিবার আবার চাল আমদানি শুরু হয়েছে। এদিন ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল এসেছে। আমদানিকৃত চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত সনদ প্রদান করা হবে।’
বাংলা৭১নিউজ/এসএন
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025