হ্যারি কেইনের দুর্দান্ত এক হ্যাটট্রিকে বড় জয়ে নতুন মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউনিখ। ৬৪ থেকে ৭৮—এই ১৪ মিনিটে হ্যাটট্রিক করেন হ্যারি কেইন। তার জ্বলে ওঠার রাতে আরবি লাইপজিগকে ৬–০ গোলে বিধ্বস্ত করেছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। কেইনের হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল করেন মাইকেল ওলিস ও একটি গোল লিভারপুল থেকে বায়ার্নে আসা লুইস দিয়াজের।
আরবি লাইপজিগের ওপর বল পজেশন থেকে শট সবদিকেই আধিপত্য দেখিয়েছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ৬৩ শতাংশ বল দখলের পাশাপাশি ১৯টি শট নিয়ে ১০টিই বায়ার্ন লক্ষ্যে রেখেছিল। প্রথমার্ধে ওলিস দুটি গোল করেন।
২৭ মিনিটে প্রথম ডেডলক ভেঙে বায়ার্নকে লিড পাইয়ে দেন এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার। মাঝে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান লিভারপুল ছেড়ে বাভারিয়ান শিবিরে যোগ দেওয়া লুইস দিয়াজ। বিরতিতে যাওয়ার মিনিট তিনেক আগে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওলিসে।
প্রথমার্ধে গোল না পাওয়ার আক্ষেপ হ্যারি কেইন ঘোচালেন একেবারে হ্যাটট্রিক করে। মৌসুমের প্রথম ম্যাচে এত দ্রুততম হ্যাটট্রিক সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৭১ সালে। ওই বছরের ১৪ আগস্ট শালকের কিংবদন্তি ক্লাউস ফিশার হ্যানোভারের বিপক্ষে চার গোল করেছিলেন, যার মধ্যে শেষ তিনটি গোল এসেছিল মাত্র ১২ মিনিটে।
২০২৩ সালে টটেনহ্যাম থেকে বায়ার্নে যোগ দিয়েছিলেন কেইন। আর এরই মাঝে বাভারিয়ানদের জার্সিতে তিনি নবম হ্যাটট্রিক পেয়ে গেলেন। ইংলিশ তারকা শেষ মুহূর্তে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় দর্শকদের করতালিতে সিক্ত হন। ৭৭ মিনিটে তার করা দলের ষষ্ঠ গোলটিই ছিল লাইপজিগের কফিনে শেষ পেরেক। ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025