ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হেরে গেছে ভারতের কাছে। শুক্রবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে।
চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধেই এক গোলে পিছিয়ে পড়েন আলপি-প্রীতিরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করেও পারেনি বাংলাদেশের মেয়েরা। উল্টো দ্বিতীয়ার্ধে আরেক গোল হজম করে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।
এই টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল ভারত। সেই দলের বিপক্ষে বাংলাদেশ হাইলাইন ডিফেন্স করে খেলতে গিয়ে দুই অর্ধে দুটি গোল হজম করে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে।
১৪ মিনিটেই গোল করে এগিয়ে যায় ভারত। মাঝমাঠ থেকে বল ধরে ভারতের এক ফুটবলার দুর্দান্তভাবে বাংলাদেশের তিন খেলোয়াড়কে কাটিয়ে পাস দেন। বল ধরে চমৎকার শটে জালে বল পাঠান ভারতের পার্ল ফার্নান্দেস। ৭৬ মিনিটে আলিশার কর্নার থেকে নিখুঁত ভলিতে জাল কাঁপান ভারতের বনিপিলা শুলাই।
নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। বাংলাদেশকে হারিয়ে বড় বাধা টপকালো তারা। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। চার দেশের এই টুর্নামেন্টে একে অপররের বিপক্ষে দুইবার করে খেলবে।
বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ ম্যাচ ২৪ ও ২৭ আগস্ট নেপালের সঙ্গে। ২৯ আগস্ট আবার ভুটানের মুখোমুখি হবে তারা। আর ৩১ আগস্ট টুর্নামেন্ট শেষ হবে ভারত ম্যাচ দিয়ে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025