টালিউডের ‘রঞ্জা’ আর ঢালিউডের ‘প্রিয়তমা’র ইধিকা পাল আজ সবার জনপ্রিয় অভিনেত্রী। সবখানেই দাপটের সঙ্গে ছুটছেন ইধিকা। তার সাফল্যই প্রমাণ করেছে তিনি সত্যিই ‘বাংলার ক্রাশ’। আর দেবের মন্তব্য সে দাবিকেই যেন পাকাপোক্ত করে দিয়েছে। পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব কিংবা বোঝাপড়া যতই আলোচনায় আসুক না কেন, দর্শকের চোখ এখন একটিই প্রশ্ন— পর্দায় দেব-ইধিকার প্রেমকাহিনি সত্যিই কি হৃদয় কাঁপাবে?
অভিনেতা সোহম চক্রবর্তী ও ইধিকা পালের নতুন সিনেমা ‘বহুরূপ’-এর ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দেব। এ অভিনেতা ক্যাপশনে লিখেছেন— আমার আদরের ভাই সোহম ও বেঙ্গল ক্রাশ ইধিকাকে শুভেচ্ছা।
দেবের এ প্রশংসা ঘিরেই এখন ঝড় তুলেছেন নেটিজেনরা।
এক নেটিজেন লিখেছেন— রুক্মিণীর চোখ রাঙানি বাড়বে। আরেক নেটিজেন মজা করে লিখেছেন— টালিউডে নতুন প্রেমের সুবাস।
উল্লেখ্য, আগামী পূজায় মুক্তি পাচ্ছে দেব-ইধিকার সিনেমা ‘রঘু ডাকাত’। যেখানে পর্দায় জ্বলবে রঘু ডাকাত আর সৌদামিনীর রোমান্স। এর আগেই ‘খাদান’-এ তাদের রসায়ন সিনেমাপ্রেমী দর্শকদের নজর কেড়েছিল। এবার প্রত্যাশা আকাশছোঁয়া।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025