নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ) ঘোষণা করেছে, ইসরাইলের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাই ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া সব অর্থ গাজার মানবিক ত্রাণ কার্যক্রমে দান করা হবে।
১১ অক্টোবর অসলোতে উলেভাল স্টেডিয়ামে গ্রুপ আই-এর ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও ইসরাইল। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে।
এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা কিংবা অন্য কোনো সংস্থা গাজার মানুষের দীর্ঘদিন ধরে চলা মানবিক কষ্ট এবং বেসামরিক জনগণের ওপর অপ্রতিসম হামলার প্রতি উদাসীন থাকতে পারি না। আমরা চাই এই ম্যাচের আয় এমন একটি মানবিক সংস্থাকে দিতে, যারা প্রতিদিন গাজায় জীবন বাঁচানোর কাজ করছে এবং সক্রিয়ভাবে জরুরি সহায়তা দিচ্ছে।’
এদিকে ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) বুধবার প্রতিক্রিয়া জানিয়ে নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলাকেও নিন্দা জানায় এবং নিশ্চিত করে যে এই অর্থ ‘সন্ত্রাসী সংগঠন বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না হয়।’
ম্যাচ ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে উয়েফা ও স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করছে এনএফএফ। নিরাপত্তার কারণে ২৬ হাজার আসনের স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৩ হাজার কমানো হতে পারে বলেও জানানো হয়েছে।
গত বছর অক্টোবর থেকে নিজেদের মাঠে কোনো ম্যাচ আয়োজন করতে পারেনি ইসরাইল। তারা নরওয়ের বিপক্ষে গত মার্চে হাঙ্গেরিতে নিজেদের ‘হোম’ ম্যাচ খেলেছিল, যেখানে ৪-২ গোলে জেতে নরওয়ে। বর্তমানে পাঁচ দলের গ্রুপে নরওয়ে শীর্ষে আছে, ইসরাইল ও ইতালি আছে তাদের পেছনে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025