মানিকগঞ্জের পাটুরিয়ায় পন্টুনে ফেরি ভিড়ানোর সময় র্যাম্পের লোহার তার ছিঁড়ে যায়। ফলে পদ্মার স্রোতে ভেসে যায় পন্টুন। এ ঘটনায় ৪ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৪টার দিকে ৪ নম্বর ঘাটে ঘটনাটি ঘটে। দুপুর ২টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিজিএম আবদুস সালাম জানান, বাইগার নামে রো রো ফেরি ঘাটে ভেড়ার আগ মুহূর্তে র্যাম্পের মোটা তার ছিঁড়ে যায়। পন্টুনটি স্রোতে ভেসে যায়। পরে উদ্ধারকারী টাগ জাহাজের মাধ্যমে পন্টুনটি ঘাটের কাছে এনে রাখা হয়েছে।
তিনি আরো জানান, আজ ভোর ৪টার দিকে ৪ নম্বর ঘাটে ঘটনাটি ঘটে। এ কারণে আপাতত ৪ নম্বর ঘাট দিয়ে ফেরি পারাপার বন্ধ রয়েছে। ঘাটটি পুনরায় স্থাপন করার কাজ চলছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025