সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি খাস খতিয়ানের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মদিন মোল্লা (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় সম্পৃক্ততা থাকায় বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহত মদিন মোল্লা বড়ধুনাইল গ্রামের মৃত সগির মোল্লার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, বড়ধুনাইল গ্রামে প্রায় ১৯০ বিঘা খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে জাফর ও রাজ্জাক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার (১১ এপ্রিল) রাতে রাজ্জাকপন্থীরা প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়ি ঘেরাও করে রাখে। এতে ভয়ে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025