মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২২ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে।
গত শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপে বলেন, তিনি পুতিন ও জেলেনস্কিকে একসঙ্গে বসাতে চান।
আগামী সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে আলাদা বৈঠক করবেন। তিনি ইউরোপীয় নেতাদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। তবে ট্রাম্পর ২২ আগস্টের প্রস্তাবিত বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে এখনও সম্মতি দেননি পুতিন।
আলাস্কার বৈঠকে ট্রাম্প ও পুতিন দুজনই বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে চলমান যুদ্ধ শেষ করার মতো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। পুতিন বলেন, তিনি ও ট্রাম্প একটি ‘বোঝাপড়ায়’ পৌঁছেছেন।
এটি ছিল রাশিয়ার ইউক্রেন আক্রমণ শুরুর পর দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ। একইসঙ্গে ২০০৭ সালের পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার জন্য পুতিনের যুক্তরাষ্ট্র সফর।
বাংলা৭১নিউজ/এসএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025