৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন-২০২৫ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন ডিএমপির বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এইচ. এম. শফিকুর রহমান এবং সদস্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রুবেল হক।
রোববার (১৭ আগস্ট) ৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস এসোসিয়েশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের উপস্থিতিতে ও সবার সম্মতিতে আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন চারজন। তারা হলেন- নোমান আহমেদ, মুশফিকুর রহমান তুষার, শিরিন আক্তার ও মীর মহসিন মাসুদ। যুগ্ম সদস্য সচিব হয়েছেন শারমিন আক্তার চুমকি।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025