চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও জেলার বিভিন্ন নিম্নাঞ্চল এখনও বন্যার পানিতে প্লাবিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানিস্তর ১৭ সেন্টিমিটার হ্রাস পেয়েছে।
বন্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ও আলাতুলী ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর ও দূর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষ প্রায় ১০ দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছেন। এসব এলাকায় খাবার পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।
প্লাবিত এলাকার বাসিন্দারা গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন। ইতোমধ্যে ৮ হাজার ৩০০ কৃষকের প্রায় ২ হাজার ১২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইতোমধ্যে ২৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ৫ হাজার প্যাকেট শুকনো খাবারের বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বন্যার্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব জানান, পদ্মা নদীর পাঙখা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানিস্তর ১৭ সেন্টিমিটার কমেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ৫ দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025