রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে বহিষ্কৃত তিন নেতাকর্মীও পদ পেয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) রাত কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হয়েছেন সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ। এছাড়া কমিটিতে ২৫ জন সহ-সভাপতি হিসেবে আছেন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন শফিকুল ইসলাম শফিক। এছাড়াও ২৮ জন যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন।
কমিটিতে মাহমুদুল মিঠুসহ ২৩ জন সহ-সাংগঠনিক সম্পাদক রয়েছেন। প্রচার সম্পাদক হিসেবে আছেন রাফি খান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান পুলক, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, আইন বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
বহিষ্কারাদেশ প্রত্যাহারকৃত নেতাকর্মীরা হলেন- ফারুক হোসেন, আহসান হাবীব ও হাসিবুল হাসান। নতুন পূর্ণাঙ্গ কমিটিতে ফারুক হোসেন ও আহসান হাবিব সহ-সভাপতি এবং হাসিবুল হাসান যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুইটি পৃথক আদেশে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর চাঁদাবাজির অভিযোগে তারা বহিষ্কৃত হন।
উল্লেখ্য, এদিন রাতেই ১১টি ছাত্র হলে আংশিক কমিটি ঘোষণা দিয়েছে শাখা ছাত্রদল। নতুন হল কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025