গ্রাহকের ডিজিটাল লেনদেনে আরো স্বাচ্ছন্দ্য ও সক্ষমতা বাড়াতে যৌথভাবে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ আরো নতুন সেবা দেওয়ার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় দ্রততম সময়ের মধ্যে বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকে ডিপিএস খোলা, আরো সমৃদ্ধ ব্যাংক টু বিকাশ বা বিকাশ টু ব্যাংক ফান্ড ট্রান্সফার, বিকাশ অ্যাপ থেকেই ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে সরাসরি ১০ লাখ মার্চেন্ট পয়েন্টে পেমেন্ট করে কেনাকাটার সুযোগ, এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের ২৪/৭ স্বয়ংক্রিয় ক্যাশ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেবা চালু হতে যাচ্ছে।
ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং বিকাশ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীরের উপস্থিতিতে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই চুক্তিপত্র হস্তান্তর করেন ট্রাস্ট্র ব্যাংকের জেনারেল সার্ভিস অ্যান্ড সিকিউরিটি ডিভিশন হেড ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশীদ (অবঃ) এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।
এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠান দু’টি এরইমধ্যে ট্রাস্ট কাম সেটেলেমেন্ট অ্যাকাউন্ট, অ্যাড মানি, ট্রান্সফার মানি এবং রেমিট্যান্স সেটেলমেন্ট ব্যাংক সেবাগুলো যৌথভাবে দিয়ে আসছে। নতুন এই চুক্তির ফলে ৮ কোটিরও বেশি গ্রাহকের জন্য বিকাশ অ্যাপ থেকেই ট্রাস্টে ব্যাংকে সাপ্তাহিক ও মাসিক ডিপিএস খোলার সুযোগ তৈরি হলো।
পাশাপাশি, ট্রাস্ট ব্যাংক ও বিকাশ ফান্ড ট্রান্সফার সেবায় বিভিন্ন সমন্বিত সেবা যুক্ত হবে, যা সামগ্রিকভাবে গ্রাহকের লেনদেনকে করবে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময়। এছাড়া, ট্রাস্ট ব্যাংকের ২৪ ঘণ্টা ক্যাশ ব্যবস্থাপনায় যুক্ত হওয়ার সুযোগ পেলেন সারাদেশে ছড়িয়ে থাকা বিকাশ এর তিন লাখ ৫০ হাজারের বেশি এজেন্ট।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী বলেন, ২৫ বছরেরও বেশি সময় ধরে আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যকে সামনে রেখে ব্যাংকিং সেবা দিয়ে আসছে ট্রাস্ট ব্যাংক। বিকাশের সঙ্গে ট্রাস্ট্র ব্যাংকের সম্পর্ক আস্থা ও সহযোগিতার। এই দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পার্টনারশিপের মাধ্যমে যৌথ সেবা দিয়ে আসছে, ভবিষ্যতে যা আরো বেশি গ্রাহককেন্দ্রিক, বিস্তৃত ও নিরবচ্ছিন্ন হবে।
অনুষ্ঠানে বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বিকাশ-এর উপর আস্থা রাখার জন্য ট্রাস্ট ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, লাস্ট মাইল সল্যুশন্স প্রোভাইডার হিসেবে ব্যাংকের সেবা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ।
আর্থিক সেবায় প্রান্তিক মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে কাজ করে যাচ্ছে বিকাশ। ট্রাস্ট ব্যাংকের সঙ্গে এই চুক্তি সাধারণের কাছে আর্থিক সেবাকে আরো সহজ করবে। ডিজিটাল আর্থিক লেনদেনের ইকোসিস্টেম শক্তিশালী করতেও ভূমিকা রাখবে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025