বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত ফরিদপুর জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক জান শরীফ ওরফে মিঠুর (৪৬) লাশ ঢাকার সিএমএম আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির উপস্থিতিতে শহরের গোয়ালচামটে শরীফের বাসভবনের সামনের কবর থেকে লাশ উত্তোলন করা হয়।
এ সময় ঢাকার রামপুরা থানা থেকে আসা পুলিশের একটি দল ও ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এ ময়নাতদন্ত সম্পন্ন হয়। সন্ধ্যা ৬টার দিকে ময়নাতদন্ত শেষে জান শরিফের লাশ পুনরায় দাফনের জন্য বাড়িতে নিয়ে রাতেই কবরে রাখা হয়।
গত বছরের ১৯ জুলাই শুক্রবার দুপুরে ঢাকার বনশ্রীতে গুলিতে নিহত হন জান শরিফ। তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার মোল্লা বাড়ির সড়কের বাসিন্দা শরীফ সামসুল আলমের ছেলে। ওইদিন দুপুরে বনশ্রী জামে মসজিদে জুমার নামাজ পড়ে চার-পাঁচজন সঙ্গীর সঙ্গে ফিরছিলেন। এ সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে বনশ্রী এলাকার একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরে নিয়ে এসে নিজ বাড়ির প্রাঙ্গণে দাফন করা হয়।
এ ঘটনায় গত বছরের ৯ অক্টোবর শেখ হাসিনাসহ ১৪৮ জনের নাম উল্লেখ করে ঢাকার সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত জান শরিফের স্ত্রী রোহেদুন সেজবা।
ওই মামলায় মাস দেড়েক আগে আদালত কবর থেকে জান শরীফের মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। তবে সেসময় নিহতের পরিবার কবর থেকে লাশ উত্তোলনে রাজি না হওয়ায় ময়নাতদন্তের এ কাজ বিলম্বিত হয়।
নিহত জান শরিফের স্ত্রী রোহেদুন সেজবা বলেন, স্বামীর লাশ কবর থেকে উত্তোলন করে আবার কাটাছেঁড়া করা হবে, এটি মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর ছিলো। কিন্তু স্বামী হত্যার বিচার পেতে হলে এছাড়া কোনো ভিন্ন উপায় ছিলো না। তাই সবার অনুরোধে আমরা রাজি হই।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ইউনুস আলী জানান, লাশের বর্তমান অবস্থা ময়নাতদন্তের মতো ছিল না। এটির জন্য পোর্টেবল এক্সরে মেশিন দরকার যা আমাদের হাসপাতালে ছিলো না। পরে এ নিয়ে একটু ঝামেলা হলে প্রিন্সিপাল স্যারের উপস্থিতিতে ঝামেলার নিরসন করা হয়। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলা৭১নিউজ/একেএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025