বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারণার পৃথক পাঁচ মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করে ৫ মামলার তদন্ত কর্মকর্তারা সর্বমোট ৪৪ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে শামসুদ্দোহা সুমন বলেন, আসামির বিরুদ্ধে বিদেশে উচ্চ শিক্ষায় পাঠানোর কথা বলে শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আজ আদালতে পাঁচটি মামলায় রিমান্ড চাওয়া হয়েছে।
এর মধ্যে একটি মামলায় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভুক্তভোগীদের উপর হামলা ও মারধরের অভিযোগও আছে। প্রতারণা টাকা কী করেছে, তার সঙ্গে আর কে কে জড়িত এসব তথ্য উদঘাটনে তার ৪৪ দিনের দিনের রিমান্ড চাচ্ছি।
এর আগে গত ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডি থানাধীন একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৫ জুলাই আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। ৬ আগস্ট এক মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ওই মামলার রিমান্ড শেষে আজ আবারও তাকে রিমান্ডে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025