লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্ত দিয়ে টানা বৃষ্টির সময় ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশইনের শিকার নারী শিশুসহ ৯ জনকে আটকের পর থানায় দিয়েছে বিজিবি।
আজ বুধবার (১৩ আগস্ট) ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামন দল সীমান্ত দিয়ে তাদের পুশইন করে।
আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ২ জন শিশুসহ মোট ৯ জন।
বিজিবি জানিয়েছে, বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে পাটগ্রাম বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৩৮এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ৯৮ বিএসবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবি তাদের আটক করেন।
আটককৃতরা পুলিশকে জানিয়েছে, প্রায় ১০ বছর পূর্বে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন এবং গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসায় নিয়োজিত ছিলেন। আটকৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি নড়াইল জেলায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটককৃতদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সত্যতা পেলে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/এসএকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025