দিনাজপুরের প্রত্যন্ত গ্রামে বসেছে আন্তর্জাতিক প্রেমের গল্পের আসর। তরুণী সুরভী আক্তারের টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন প্রেমিক যুবক ইঞ্জিনিয়ার ইয়ং সং সং। খবরটি ছড়িয়ে পড়তেই প্রেমিকার বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত উৎসুক মানুষ।
প্রেম মানে না জাতি, কুল কিংবা দূরত্ব-তারই প্রমাণ মিলল বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রামে। এখানেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশি তরুণী সুরভী আক্তার (১৯) ও চীনা যুবক ইয়ং সং সং (২৬)। ইয়ং সং সং পেশায় একজন নির্মাণ প্রকৌশলী।
বাড়ি চীনের জিয়াংসু প্রদেশে। তার বাবা মৃত ইউয়ান সিকি এবং মা লিউ ফেনহং। প্রায় এক বছর আগে ‘হ্যালো টক’ অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। বন্ধুত্ব থেকে শুরু হয়ে সম্পর্ক গাঢ় হয়, আর সেই প্রেমের টানেই গত ৪ আগস্ট বাংলাদেশে আসেন ইয়ং সং সং।
১০ আগস্ট সন্ধ্যায় তিনি পৌঁছান সুরভীর বাড়িতে। সুরভী স্থানীয় অটোচালক নুর হোসেন বাবু ও গৃহিণী সাথী আক্তারের মেয়ে। দুই বোনের মধ্যে তিনি ছোট। সুরভীর পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, চীনা যুবকের কাগজপত্র ও পরিচয় যাচাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বিয়ের আয়োজন সম্পন্ন করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025