কাতারের দোহায় একটি কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
দোহায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে প্রধান উপদেষ্টার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামাজিক ব্যবসা, দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা প্রবাসী বাংলাদেশিদের সামাজিক উদ্যোক্তা হয়ে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানান।
চারদিনের সফরে গত ২১ এপ্রিল বাংলাদেশ থেকে কাতারে যান প্রধান উপদেষ্টা। আর্থনা সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন সাইডলাইনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। সম্মেলনের সাইডলাইনে রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।
বাংলা৭১নিউজ/একেএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025