তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেশির প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ২৯ জন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালিকেশিরের সিনদিরগি শহরে। সেখানে ৮১ বছর বয়সী এক নারী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান।
ভূমিকম্পে ওই অঞ্চলের অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে বলে জানান তিনি। আহতদের অনেকেই দ্রুত চিকিৎসাসেবা পেয়েছেন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১১ কিলোমিটার। কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুলসহ আশপাশের বিভিন্ন শহরে।
ঘটনার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতি দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি জানান, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে প্রেসিডেন্ট লেখেন, আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।
তথ্যসূত্র : বিবিসি ও এপি।
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025