শনিবার কেন্দ্রীয় গাজার তথাকথিত নেজারিম করিডরের কাছে খাদ্য সহায়তার একটি প্যালেট পড়ে গিয়ে মুহান্নাদ জাকারিয়া ঈদ নামে ওই কিশোর চাপা পড়ে মারা যায়।
শনিবার কেন্দ্রীয় গাজার তথাকথিত নেজারিম করিডরের কাছে খাদ্য সহায়তার একটি প্যালেট পড়ে গিয়ে মুহান্নাদ জাকারিয়া ঈদ নামে ওই কিশোর চাপা পড়ে মারা যায়।
মুহান্নাদের ভাই রয়টার্সকে বলেন, ‘দুর্ভিক্ষ আর কষ্টের মাঝেও আমার ভাই বিমান থেকে সমুদ্রে ফেলে দেওয়া সহায়তা সংগ্রহ করতে গিয়েছিল। একটি বাক্স সরাসরি তার ওপর পড়ে যায় এবং সে শহীদ হয়।
গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত আকাশপথে সহায়তা বিতরণে অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন।
এদিকে গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনী পুরো গাজাজুড়ে হামলায় অন্তত ৪৭ জনকে হত্যা করেছে, যার মধ্যে ৪০ জন সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025