পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩৩ জন আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর।
বেলুচিস্তানের সঙ্গে আফগানিস্তানের একাধিক সীমান্ত রয়েছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার বেলুচিস্তানের ঝোব জেলার সাম্বাজা সীমান্ত দিয়ে আফগানিস্তানের এক দল সন্ত্রাসী অনুপ্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা। পাল্টা গুলি ছোড়ে অনুপ্রবেশকারীরাও। কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ শেষে ৩৩ জন অনুপ্রবেশকারীর মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। আইএসপিআরের ভাষ্য অনুসারে, “৩৩ জনকে নরকে পাঠানো হয়েছে।”
অনুপ্রবেশকারীরা আফগানিস্তানের নাগরিক হলেও পাকিস্তানি তালেবানি গোষ্ঠী তেহরিক-ই তালিবান (টিটিপি)-এর সঙ্গে সম্পর্কিত এবং বেলুচিস্তানে টিটিপির সাংগঠনিক কার্যক্রম বিস্তারের জন্য এসেছিল—উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।
নিহত অনুপ্রবেশকারীরা ভারতের মদতপুষ্ট দাবি করে আইএসপিআর বলেছে,“পাকিস্তানের সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষা এবং ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
এদিকে পাকিস্তানের বেতার সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার টিটিপির অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনা-পুলিশ যৌথ বাহিনী। এ অভিযানে এখনও হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
সূত্র : জিও নিউজ
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025