শেখ এনামুল হককে আহ্বায়ক ও মোহাম্মদ মাহমুদুল করিমকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপাউবো ডিপ্রকৌস)। একইসাথে মরফোলজি বিভাগ-ঢাকার নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হামিদকে প্রধান উপদেষ্টা করে ৩ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
গত ২৬ জুলাই বাপাউবো ডিপ্রকৌস এর এক সভায় এই কমিটি গঠণ করা হয়।
পুনর্গঠিত ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ (আহবায়ক কমিটি) এর ২৪ টি আঞ্চলিক নির্বাহী কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক হতে একজন সদস্য থাকবেন এবং অবশিষ্ট ১৭ জন সভায় উপস্থিত সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত করা হয়।
এই কমিটির মেয়াদকাল হবে সর্বোচ্চ ১ (এক) বছর। পুনর্গঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বাপাউবো’র ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সংবিধান অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানসহ যাবতীয় সকল কার্যক্রম পরিচালনা করবে।
পরিষদের ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি নিম্নরূপঃ
আহবায়ক শেখ এনামুল হক ও সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল করিম। কমিটির অন্যরা হচ্ছেন-যুগ্ম আহবায়ক-১ এ কে এম ফজলুল হক (৩৬৯), যুগ্ম আহবায়ক-২ মোঃ নুর উদ্দিন আহমদ (২২৪), যুগ্ম আহবায়ক-৩ মোঃ নাসির উদ্দীন (১৭৭), যুগ্ম আহবায়ক-৪ মোঃ নুরুজ্জামান (৭২৬), যুগ্ম আহবায়ক-৫ রাকিবুল ইসলাম রাজীব (১১৩৯), যুগ্ম সদস্য সচিব -১ মোহাম্মদ আব্দুল্লাহ হেল মাহমুদ (সেতু) (৮২২), যুগ্ম সদস্য সচিব-২ মোঃ জাহাঙ্গীর আলম (১৯৫০), সদস্য (অর্থ) ফরিদ উদ্দিন (১৮৩৪), সদস্য (সহ অর্থ) তাজুল ইসলাম (১২৫১), সদস্য (দপ্তর) নুরুল আমিন (১২৫০), সদস্য (সহ দপ্তর) রাইসা রউফ (৯৮৫), সদস্য (চাকুরী বিষয়ক) মোঃ আরিফ (১২০৫), সদস্য (সহ চাকুরী বিষয়ক) রাহুল দেব দাস (১০৩০), সদস্য (তথ্য ও প্রচার) মুসফিকুর রহমান (১০৬৩), সদস্য (সহ তথ্য ও প্রচার) ইমরান হোসেন (৮৩২)।
উপদেষ্টা পরিষদের ৩ জন্য সদস্য হচ্ছেন- মরফোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হামিদ, মনিটরিং সার্কেল ও কাবিখার নির্বাহী প্রকৌশলী এ বি এম মাহবুবুল খন্দকার এবং গুচ্ছ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।
বাংলা৭১নিউজ/সূত্র: প্রেস বিজ্ঞপ্তি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025