মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মিয়ানমার সামরিক বাহিনীর তথ্য অফিস এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন মিন্ট সোয়ে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গত বছর জুলাইয়ে জানায়, তিনি স্নায়বিক রোগ এবং পেরিফেরাল নিউরোপ্যাথিতে আক্রান্ত ছিলেন, যার ফলে স্বাভাবিক জীবনযাপন ও খাবার গ্রহণ করাও তার জন্য কঠিন হয়ে পড়ে।
চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে নেপিদোর সামরিক হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর থেকেই তার অবস্থার অবনতির দিকে যেতে থাকে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর দেশের ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। সে সময় নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিন্টকে গ্রেফতার করা হলে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয় মিন্ট সোয়েকে।
তবে ২০২৪ সালে তার শারীরিক অবস্থা গুরুতরভাবে অবনতি ঘটলে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে বিরত থাকেন এবং সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইং অস্থায়ীভাবে তার দায়িত্বভার গ্রহণ করেন।
সূত্র: বিবিসি
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025