বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত প্রকৌশলীদের সংগঠন বাপাউবো প্রকৌশলী সমিতির উপদেষ্টা ও আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পুর), কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা- প্রকৌশলী মো. রাফিউস সাজ্জাদকে আহ্বায়ক; অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর), মধ্য-পশ্চিমাঞ্চল, ফরিদপুর - প্রকৌশলী মো. শাহজাহান সিরাজকে যুগ্ম আহ্বায়ক এবং তত্ত্বাবৃধায়ক প্রকৌশলী (পুর), বাপাউবো প্রশিক্ষণ ইনস্টিটিউট, ভাগ্যকূল- প্রকৌশলী আবু সালে মোহাম্মদ তোফায়েল চৌধুরীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গত ৪ আগস্ট গঠন করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পেশাগত সংকট নিরসন, নীতিগত পরামর্শ প্রদান, দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য জোরদার করাসহ বাপাউবো’র উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্যে।
গত ২১ জুলাই বাপাউবো’র বিভিন্ন স্তরের প্রকৌশলীগণদের উপস্থিতিতে একটি সাধারণ সভার সিদ্ধান্ত অনুসারে কমিটি দুটি গঠিত হয়। সভায় বাপাউবোর প্রকৌশলীগণ সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সংগঠনটিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025