বিতর্ক ও আলোচনার কেন্দ্রে থাকা অভিনেত্রী ও ফ্যাশন আইকন উরফি জাভেদ আবারও পড়েছেন শারীরিক সমস্যায়। দিন কয়েক আগে ঠোঁটের ফিলার সরিয়ে ত্বকের মারাত্মক ক্ষতির শিকার হয়েছিলেন তিনি। সেই ধাক্কা সামলে উঠতেই এবার আবার নতুন বিপদ, মাকড়সার কামড়ে মুখ ফুলে গেছে উরফির।
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্যার কথা জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন উরফি। ছবিতে দেখা যাচ্ছে, তিনি গাড়িতে বসে আছেন, মাথায় হাত দিয়ে, মুখে কোথাও যেন ওষুধ বা ক্রিম লাগানো। সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, ‘সবাই এত নজর লাগিয়েছে যে মুখের এত দুরাবস্থা।’
এর আগেও ফিলার অপসারণের পর উরফির মুখ ফুলে গিয়েছিল, চেহারার পরিবর্তন এতটাই ছিল যে নিজেকে পর্যন্ত চিনতে পারছিলেন না বলে জানিয়েছিলেন তিনি। এবার সরাসরি মুখে মাকড়সার কামড়। যে কারণে মুখের একাংশ ফুলে গেছে এবং চেহারায় ফুটে উঠেছে ক্লান্তি ও কষ্টের ছাপ।
এই পরিস্থিতিতে উরফির অনুরাগীরাও বেশ উদ্বিগ্ন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
উল্লেখ্য, অনন্য পোশাক ও চর্চিত ফ্যাশন সেন্সের জন্য প্রায়শই আলোচনায় আসেন উরফি জাভেদ। কিন্তু সৌন্দর্য ধরে রাখতে নানা বিউটি ট্রিটমেন্ট বা ফিলারের প্রয়োগ মাঝেমধ্যেই তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025