২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র নেতৃত্বাধীন ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশের জনগণের সঙ্গে অন্যান্য দেশের পাশাপাশি সংহতি প্রকাশ করেছে কানাডা। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক আগামীর বাংলাদেশ কামনায় জনগণের সঙ্গে একাত্মতা পোষণ করেছে দেশটি ।
মঙ্গলবার ঢাকায় কানাডার দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পাতায় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের জনগণের সাহস এবং তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার স্বীকৃতি জানাতে গুরুত্বপূর্ণ দিনটি উদযাপনে তাদের সঙ্গে যোগ দিচ্ছে কানাডা।
বিবৃতিতে আরো বলা হয়, ন্যায্য, শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য কাজ করা সবার সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি।
বার্তাটি এমন সময় এলো যখন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে গণতান্ত্রিক সংস্কারের জন্য অব্যাহত সমর্থন জানিয়েছে। দেশগুলো ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এই বিবৃতি দিয়েছে।
সূত্র : বাসস।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025