৩৬ জুলাই-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের ঐতিহাসিক দিন। আজ ৫ আগস্ট, সেই দিনটির বর্ষপূর্তি উদযাপনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। ব্যতিক্রমী এক আয়োজন দেখা গেল দুপুর ২টা ২৫ মিনিটে-যে সময় গত বছর শেখ হাসিনা হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। ঠিক ওই সময়েই আকাশে উড়ানো হলো হেলিকপ্টার সদৃশ্য বিশালাকৃতির বেলুন।
দুপুর ২টা ২৫ বাজতেই বেলুনগুলো আকাশে ছেড়ে দেওয়া হয়, সঙ্গে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল—
‘পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, হেলিকপ্টারে পালাইছে!’
এই বেলুন উড়ানোর আয়োজকরা বলেন, ‘গত বছরের এই মুহূর্তেই শেখ হাসিনা হেলিকপটারে করে বাংলাদেশ থেকে পালিয়ে যান। আমরা সেই সময়টাকে চিরস্মরণীয় করে রাখতে এই প্রতীকী উদ্যোগ নিয়েছি।’
আন্দোলনকারীরা জানান, গত বছরের ৩৬ জুলাই (৫ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেই দৃশ্যকে স্মরণ করতে হেলিকপ্টার সদৃশ্য বেলুন একযোগে আকাশে উড়ানো হয়।
বেলুনের দিকে তাকিয়ে উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। কেউ হাসছেন, কেউ মোবাইলে ভিডিও করছেন, কেউ বা স্লোগান দিচ্ছেন।
বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। আয়োজক পক্ষ জানিয়েছে, এই ঘোষণাপত্রে দেশের রাজনৈতিক ভবিষ্যত, সংস্কার রূপরেখা এবং অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য ও অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরা হবে।
জনতার আশা—এই বর্ষপূর্তি শুধু অতীতের বিজয় নয়, বরং ভবিষ্যতের নতুন দিগন্তের সূচনা।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025