দীর্ঘ ১৬ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৪ অগাস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা শেষে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির।
জানা যায়, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) প্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. আব্দুল লতিফ বলেন, আমাদের শিক্ষার্থীরা মেধাবী ও ভদ্র। তবে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আশ্বস্ত করছি, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।
অধ্যক্ষের এই দুঃখ প্রকাশ ও আশ্বাসকে স্বাগত জানিয়ে আন্দোলনরত পরিবহন শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরেছে এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। আমরা আশা করছি, ভবিষ্যতে শিক্ষার্থীরা চালক বা হেল্পারদের সঙ্গে কোনো খারাপ আচরণ করবে না। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহার করে যান চলাচল স্বাভাবিক করছি।
উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ৯টার দিকে শান্তিগঞ্জে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস সংলগ্ন সড়কে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে এক বাস হেল্পারকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় বিক্ষুব্ধ বাস শ্রমিকরা দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন।
প্রশাসনের আশ্বাসে বিকেলে অবরোধ তুলে নেওয়া হলেও রাতেই শিক্ষার্থীদের বিচার দাবিতে জেলার দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025