ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনে এক দফা ঘোষণার বর্ষপূর্তি এবং দেশব্যাপী জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক পরিসমাপ্তি উপলক্ষে রাজধানীতে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ শুরু হচ্ছে।
সমাবেশের শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি কয়েক দফা নির্দেশনা দিয়েছে দলটি।
এদিন দুপুরে এক ভিডিও বার্তার এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এসব নির্দেশনা দেন। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-
১. কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কোনো ধরনের কোনো ধরনের প্যাকেট কিংবা খাবার না ফেলে ডাস্টবিনে ফেলা। সমাবেশ শেষে বোতল, প্যাকেট বা এই জাতীয় কোনো উচ্ছিষ্ট ময়লা পড়ে থাকলে তা নিজ দায়িত্বে পরিস্কার করে ডাস্টবিনে ফেলা।
২. বিভিন্ন স্থান থেকে আগত বাস ঢাকা বিশ্ববিদ্যালয়র ক্যাম্পাস বা আশেপাশে রাস্তায় না রাখা। বাসগুলো নিয়ে রাখতে হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে।
৩. সমাবেশস্থলের আশেপাশে বিভিন্ন স্থানে সেখানে আমাদের মোবাইল টয়লেটের ব্যবস্থা আছে। আশেপাশের স্থান নোংরা না করে সেসব টয়লেট ব্যবহার করা।
৪. শহীদ মিনারের বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভবনে প্রাথমিক চিকিৎসাকেন্দ্র থাকবে। কেউ অসুস্থ হলে সেখানে নিয়ে যাওয়া।
৫. শহীদ মিনারে আসার ক্ষেত্রে শাহবাগ মোড় এলাকা পরিহার করা। সেক্ষেত্রে দোয়েল চত্বর, চানখারপুল, আজিমপুর বাসস্ট্যান্ড, নীলক্ষেত এলাকার রাস্তা ব্যবহার করা।
ভিডিও বার্তায় সারজিস আলম সবাইকে সতর্ক করে বলেন, আজ অভ্যুত্থানের দুটি পক্ষ পাশাপাশি প্রোগ্রাম করছে। এখানে তৃতীয় একটি পক্ষ উসকানি দেওয়ার চেষ্টা করবে। এই উসকানিতে পা দেওয়া যাবে না। নিজেদের ভেতরে দলীয় যে শৃঙ্খলা বজায় রাখতে হবে।
বাংলা৭১নিউজ/এসএকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025