জুলাইব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশ করছে ছাত্রদল। এরই মধ্যে শাহবাগসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
রাজধানীর শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, নেতাকর্মীদের জনসমাগম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শুরু করে শাহবাগ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, কাঁটাবন মোড় ও ঢাকা ক্লাব পর্যন্ত জনসমাগম পৌঁছেছে।
সংগঠনটির কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সারাদেশ থেকে নেতাকর্মীরা সমাবেশে এসেছেন।
তারা ‘তারেক রহমান বীরের বেশে- আসবে ফিরে বাংলাদেশে’ ‘সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025