ভারতের কর্ণাটকের একটি আদালত গৃহকর্মীকে ধর্ষণের দায়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি ও প্রাক্তন এমপি প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। শনিবার (২ আগস্ট) এই রায় ঘোষণা করা হয়। এর আগে আদালত তাকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করে।
৩৪ বছর বয়সী রেভান্না কর্ণাটকের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। ২০২৩ সালে শত শত আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই অভিযোগ সামনে আসে, যা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেন। দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি আদালতে শাস্তি কমানোর অনুরোধ জানালেও বিচারক তা নাকচ করেন।
২০২৪ সালের এপ্রিল মাসে ভিডিও ফাঁসের পর কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে তিনি দেশ ছাড়েন। পরে জার্মানি থেকে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণ ও একটি যৌন হয়রানির মামলা চলমান।
সূত্র: বিবিসি
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025