ইয়েমেনে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সকালে চালানো বিমান হামলার কেন্দ্রবিন্দু ছিল সানা এবং সা'দা গভর্নরেট। সানায়, আমেরিকান যুদ্ধবিমানগুলো নুকুম পর্বতের পূর্বে বারাশ এলাকায় ছয়টি বিমান হামলা চালিয়েছে।
মার্কিন হামলায় সানা গভর্নরেটের শা'উব জেলার পূর্ব আল-জারফ পাড়াকেও লক্ষ্য করা হয়। উত্তর-পশ্চিমে, সা'দা গভর্নরেটের আল সালেম জেলার সাহলিন এলাকায় ছয়টি মার্কিন বিমান হামলা চালানো হয়েছে।
সা'দা শহরের উত্তরে আরও তিনটি অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র আল-হুদাইদা গভর্নরেটে ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে। মা'রিব গভর্নরেটেও বিমান হামলা চালানো হয়েছে। সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর নেই।
ইয়েমেন গুরুত্বপূর্ণ একটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘণ্টা পরই দেশটিতে আমেরিকান হামলা শুরু হয়।
ইয়েমেনি ড্রোন অধিকৃত ইয়াফা অঞ্চলে আরেকটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার বলেছেন, ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি-পন্থী একটি নতুন অভিযানে ইসরায়েলের উত্তর অংশের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তিনি বলেন, বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এটিকে বাধা দিতে ব্যর্থ হওয়ায় প্রজেক্টাইলটি অঞ্চলের আকাশ ভেদ করে প্রবেশ করতে সক্ষম হয়েছে।সারি আরও জানান, ক্ষেপণাস্ত্র হামলা অবৈধ বসতি স্থাপনকারীদের মধ্যে ভয় ও উদ্বেগের সৃষ্টি করেছে। যার ফলে হাজার হাজার লোক বোমা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে গেছে।
সূত্র: প্রেস টিভি
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025