ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজে আগের দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও জিততে পারেনি বাংলাদেশ। তবে পরের দিনই ঘরের মাঠের জিম্বাবুয়েকে নাকানি-চুবানি খাওয়ালো আজিজুল হাকিম তামিমের দল।
হারারেতে জিম্বাবুয়ে যুবদলকে মাত্র ৮৯ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেট আর ২০৯ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জুনিয়র টাইগাররা।
৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন শীর্ষে। দক্ষিণ আফ্রিকা সমান ম্যাচে সমান পয়েন্ট হলে রানরেটে পিছিয়ে থাকায় দুই নম্বরে। আর স্বাগতিক জিম্বাবুয়ে ৪ ম্যাচে খেলে সবকটিতেই হার।
হারারে স্পোর্টস ক্লাবে আজ শুক্রবার টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল বাংলাদেশ। শুরু থেকেই জিম্বাবুয়েকে চেপে ধরেন ইকবাল হোসেন ইমন-সঞ্জিত মজুমদাররা। প্রথম ছয় ব্যাটারের মধ্যে চারজনই ফিরেছেন দশের নিচে।
ওপেনার নাথানিয়েল হ্লাবানগানা ২৬ আর পাঁচ নম্বরে নামা ব্রেন্ডন এন্ডিউনি করেন ২০ রান। একটা সময় ১ উইকেটে ৩৩ রান ছিল জিম্বাবুয়ের। তারা বাকি ৯ উইকেট হারিয়েছে আর ৫৬ রানের মধ্যেই। ২২.৩ ওভারে ৮৯ রানে অলআউট হয় স্বাগতিকরা।
ডানহাতি পেসার ইকবাল হোসেন ইমন ২৭ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট। বাঁহাতি স্পিনার সঞ্জিত ২৬ রানে ২টি আর লেগস্পিনার স্বাধীন ইসলাম মাত্র ১ রানে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে ওপেনার রিফাত বাগ গোল্ডেন ডাকে (১ বলে ০) আর কালাম সিদ্দিকী ১৬ বলে ২০ করে ফিরলেও অধিনায়ক আজিজুল হাকিম তামিম আর রিজান হোসেন ম্যাচ বের করে মাঠ ছেড়েছেন।
হাফসেঞ্চুরির সুযোগ ছিল তামিমের। কিন্তু রিজান সে সুযোগ দেননি। বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন তিনি। ১৫.১ ওভারে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
২৬ বলে ২ চার আর ১ ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন রিজান। ৪৯ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসে ৬টি বাউন্ডারি আর ১টি ছক্কা হাঁকান তামিম।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025