বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ‘টাইগার লাইটনিং-২০২৫’ অনুশীলনের সমাপ্তিতে অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানায়।
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ‘টাইগার লাইটনিং ২০২৫’ অনুশীলনের সমাপ্তিতে অংশগ্রহণ করেন। এই যৌথ সামরিক মহড়া দুই দেশের প্রতিরক্ষা অংশীদারত্বকে আরও গভীর ও সুসংহত করে।
যৌথ কৌশলগত ও সামরিক প্রশিক্ষণের মাধ্যমে ‘টাইগার লাইটনিং’ জরুরি পরিস্থিতিতে সাড়াদানের সক্ষমতা বাড়ায় এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025