অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে লোনে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। দলটিতে তার অভিষেকও হয়েছে। যেখানে ২-১ গোলে ক্লাব অ্যাটলাসকে হারিয়েছে মায়ামি। এই জয় আরও বড় সাফল্যের শুরু বলে মন্তব্য করেছেন ডি পল। অন্যদিকে, তাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত তার জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসি।
বৃহস্পতিবার ভোরে লিগস কাপের প্রথম ম্যাচে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অ্যাটলাসের মুখোমুখি হয় মায়ামি। ম্যাচে ২-১ ব্যবধানের জয়ে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও মার্সেলো ভাইগান্ট। দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন মেসি।
মায়ামির জয়ে সম্প্রচার চ্যানেলের মুখোমুখি হয়ে ডি পল বলেন, সতীর্থ ও দলের অভ্যর্থনা দুর্দান্ত ছিল। অনেকের সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। আমি আমার অবস্থান থেকে দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। এখানে খুব স্বাচ্ছন্দ্যবোধ হচ্ছে। আশা করি, এটি হবে আরও অনেক জয়ের শুরু।
পরে কাছের বন্ধু ও জাতীয় দলের সতীর্থ মেসির সঙ্গে ক্লাবে একসঙ্গে খেলতে পেরে গর্বিত বলেও জানান ডি পল।
বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার বলেন, আমি তাকে (মেসি) শিরোপা জয়ে সাহায্য করতে চাই। সে সবার সেরা। তার সঙ্গে জাতীয় দলে খেলেছি, অনেক কিছু জিতেছি। এবার ক্লাবেও তার সঙ্গে খেলতে পারা আমার জন্য গর্বের। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং চাই আমরা একসঙ্গে অনেক শিরোপা জিততে পারি।
রদ্রিগোর উপস্থিতির মায়ামির শক্তি বাড়িয়েছে বলে মনে করেন মেসি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার বলেন, রদ্রিগো ও আমি অনেকদিন ধরে একসঙ্গে খেলছি। অনেক ম্যাচ খেলেছি আমরা। তার আগমনে দলের মান আরও বেড়েছে।
সে অনেক উৎসাহ নিয়ে এসেছে। আজকে সামান্য ট্রেনিং করেও সে পুরোটা সময় দৌড়েছে। এই আবহাওয়ায়— আর্দ্রতা, গরম, উচ্চ তাপমাত্রা–সবকিছুর মধ্যে দৌড়ানো খুব কঠিন। গুরুত্বপূর্ণ হলো, পুরো দল খুব ভালোভাবে লড়েছে এবং আমরা তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি।
বাংলা৭১নিউজ/জেসি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025