আজকের মধ্যেই অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে রাষ্ট্র সংস্কারবিষয়ক দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
তিনি বলেছেন, চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে রাষ্ট্র সংস্কার সনদ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শুরু হয় কমিশনের।
বৈঠকে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে আলোচনায় অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
আলোচনার শুরুতে ড. আলী রীয়াজ বলেন, ছয়টি কমিশনের সুপারিশের সারসংক্ষেপের আলোকে যে প্রাথমিক ঐকমত্য হয়েছে, তাতে ১৩টি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রেখেও মতৈক্যে পৌঁছানো গেছে। বাকি অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি আজকের আলোচনায় করা হবে বলে আশা করছি।
তিনি বলেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে, প্রতিক্রিয়া ও সংশোধনী পাওয়া যাচ্ছে, তা পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত খসড়া তৈরি করবে এবং তা দলগুলোর কাছে পাঠানো হবে।
সেই খসড়ায় দলগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে সনদের একটি সম্মিলিত রূপ পাবে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025