অটোরিকশার যাত্রী সেজে সোনার চেইন ছিনতাই করতে গিয়ে দুই নারী আটক হয়েছেন। বুধবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আটরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার তামান্না বেগম (২৬) ও ফাতেমা বেগম (২২)।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার কালিকাপ্রসাদের আকবরনগর থেকে অটোরিকশায় করে ভৈরব শহরে যান চার নারী। তাদের মধ্য দুই নারী রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড এলাকায় নেমে গেলে অন্য যাত্রীরা তাদের সোনার চেইন খোয়া যাওয়ার বিষয়টি টের পান। সঙ্গে সঙ্গে তারা দুই নারী ছিনতাইকারীকে আটক করেন। এসময় তারা চেইন গিলে ফেলার চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে চেইন উদ্ধার করে দেন এবং দুজনকে আটক করে।
এ বিষয় ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক কবির বলেন, আটক দুই নারী ছিনতাইকারীর বিরুদ্ধে ভৈরব থানাসহ আশপাশের বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025