নারীদের কোপা আমেরিকায় রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে কলম্বিয়া। আজ মঙ্গলবার সকালে ইকুয়েডরের কুইটোতে মূল সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ম্যাচের ফল নির্ধারণী টাইব্রেকারে অবতীর্ণ হয় দুই দল।
এই ম্যাচে দাপট দেখিয়েছে কলম্বিয়ার মেয়েরাই। তাদের বলের দখল ৬১ শতাংশ। আর আর্জেন্টিনা নিজেদের কাছে বল রাখতে পেরেছিল ৩৮ শতাংশ।
আক্রমণেও এগিয়ে ছিল গেল আসরের রানার্সআপ কলম্বিয়া। ১৯ শট নিয়েছে তারা, যার মধ্যে ৫টি অন-টার্গেট। অন্যদিকে আর্জেন্টিনার ১০ শটের মধ্যে অন-টার্গেট ছিল মাত্র ৩টি।
দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বুধবার ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে। এই টুর্নামেন্ট সর্বোচ্চ ৮ বারের ও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ ২০২২ আসরে কলম্বিয়াকে ১-০ গোলে নিজেদের অষ্টম শিরোপা জিতেছিল ব্রাজিলিয়ান মেয়েরা।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025