আগামী ২ আগস্টের মধ্যে ছয় দফা দাবি না মানলে সারা দেশে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ৩ আগস্ট থেকে নতুন এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রোববার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের দাবিসমূহ হলো—ট্রাক-কাভার্ডভ্যানের মতো ট্যাংকলরির ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণ না করা, সারা বাংলাদেশে চলাচলের রুট পারমিট প্রদান, আয়কর ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা করার গেজেট বাতিল, দীর্ঘদিনের হালকা লাইসেন্সধারী চালকদের যোগ্যতার ভিত্তিতে দ্রুত ভারী যানবাহনের লাইসেন্স প্রদান, পুলিশ হয়রানি বন্ধ এবং পেট্রোল পাম্প ও ট্যাংকলরি ঐক্য পরিষদের অমীমাংসিত বিষয় দাবি দ্রুত বাস্তবায়ন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025