অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে সন্দেহভাজন লেনদেনের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক তানজির হাসিব সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাবে মোট ১৪ কোটি ৮ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকা জমা ও ১৩ কোটি ৫৫ লাখ ৯ হাজার ৫৫৬ টাকা উত্তোলনসহ প্রায় ২৭ কোটি ৬৩ লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে তাহমিদা বেগম এবং তার স্বামী শেখ আব্দুল হান্নানকে। ওই মামলার এজাহারে বলা হয়েছে, তাহমিদা বেগম জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা বলা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গত ৬ মে আদালতের নির্দেশনায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমিসহ তিনটি ফ্ল্যাট ক্রোক ও ৬টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়।
ক্রোক আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে— খিলক্ষেতে ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলার ৬৯৯ বর্গফুট ও ৮২৩ বর্গফুটের দুটি ফ্ল্যাট, মিরপুরের ডিওএইচ এলাকায় ২২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, মিরপুরের সামরিক অফিসার আবাসিক প্রকল্পের নির্মাণাধীন ৭ তলা ভবন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৭ শতকের বেশি ২ দলিলের জমি। গত ৫ মে শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে সানজিদা আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025