ভোলার দৌলতখান উপজেলায় ধারালো অস্ত্র ও একটি দেশীয় পিস্তলসহ ৮ জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।
গত শুক্রবার বিকেল থেকে শনিবার (২৬ জুলাই) দুপুর পর্যন্ত একাধিক অভিযানে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, দৌলতখানের চরবৈরাগীসহ আশপাশের এলাকায় ডাকাত দল স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি ও অপকর্ম চালিয়ে আসছিল।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই বিকালে তুলাতুলী ঘাটে প্রথম অভিযান চালিয়ে ১টি পিস্তলসহ ৩ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পরদিন শনিবার চরবৈরাগী এলাকায় দ্বিতীয় দফা অভিযানে ৭টি দেশীয় অস্ত্র, ২টি মেটাল স্টিকসহ আরও ৫ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের ভোলা সদর, দৌলতখান ও চরফ্যাশনের বাসিন্দা। অস্ত্রসহ আটক ডাকাতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025