যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ওয়ালমার্টের একটি দোকানে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
ছুরিকাঘাতের ঘটনার পর ১১ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার কথা নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে ট্রাভার্স সিটির মানসন মেডিকেল সেন্টার।
মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ বলেছে, তারা ট্রাভার্স সিটিতে অবস্থিত ওয়ালমার্টের ওই দোকানে ছুরিকাঘাতের একাধিক ঘটনা নিয়ে তদন্ত করছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেওয়া হয়নি।
লেক মিশিগান ও আরও কয়েকটি বড় হ্রদের কাছাকাছি অবস্থানের কারণে ট্রাভার্স সিটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।
সূত্র: বিবিসি, সিবিএস নিউজ
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025