দাবি পূরণে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ ক্যাম্পাস প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা এ কথা জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষের আশ্বাসে টানা ৮ দিনের কর্মসূচি আজ সমাপ্তি করা হলো। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে সপ্তাহে ছয়দিন ওয়ার্ডের ব্যবস্থা নিশ্চিত করা, ওয়ার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল অবকাঠামোগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ, সার্জারি, মেডিসিনসহ সকল ক্লিনিক্যাল বিষয়সমূহে যথাযথ ওয়ার্ড বাস্তবায়নের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ, ট্রান্সপোর্টেশন ব্যবস্থার ঘাটতি দ্রুত সমাধান, হাসপাতালের কার্যক্রম ডিসেম্বর ২০২৫ এর মধ্যে চালু করা ও হাসপাতালের কার্যক্রম এই সময়ে চালু করতে রোডম্যাপ অনুসরণ করা হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, তবে আমাদের এই দুই দফা দাবি যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয় তাহলে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবো।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌনতা নাথ মিশি, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. হারুন অর রশিদ, প্রিয়াস চন্দ্র দাস এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কায়েস আব্দুল্লাহ জামান।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: bangla71news@gmail.com; editorbangla71news@gmail.com। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025