পাকিস্তানের মাটিতে কদিন আগে পাত্তাই পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে ফিরতি সিরিজেই দারুণ প্রতিশোধ নিয়েছে লিটন দাসের দল। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হবে দুই দল।
এরই মধ্যে দুই জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলায় বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ করার হাতছানি। অন্যদিকে, বিপর্যস্ত পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে শেষটা জয়ে রাঙাতে চাইবে। মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে।
শেষ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটা নিয়ে রয়েছে কৌতূহল। গেল ম্যাচে একাদশের বাইরে থাকা তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে এই ম্যাচে, নাঈম শেখের বদলি হিসেবে। এ ছাড়া ফিরতে পারেন তাসকিন আহমেদ।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
পাকিস্তান : ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওায়াজ, সালমান আলী আঘা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়েল।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025