এর আগে স্থানীয় সংসদ সদস্য নেবি হাতিপোগলু এবং বারগুন নামক একটি সংবাদমাধ্যম জানিয়েছিল, এ ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন।
এর আগে স্থানীয় সংসদ সদস্য নেবি হাতিপোগলু এবং বারগুন নামক একটি সংবাদমাধ্যম জানিয়েছিল, এ ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন।
সংবাদমাধ্যম বারগুনের প্রতিবেদন অনুযায়ী, হঠাৎ দিক পরিবর্তন করে আগুন ছুটে আসায় ওই কর্মীরা আগুনে পুড়ে মারা যান।
মন্ত্রী ইউমাকলি জানান, মোট ২৪ জন কর্মী হঠাৎ আগুনের লেলিহান শিখার মধ্যে পড়েন।
গত রবিবার থেকে তুরস্কে স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে, যার ফলে বিভিন্ন স্থানে আগুন লেগেছে।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে এই ধরনের তাপপ্রবাহ ও চরম আবহাওয়া আরো ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025